রিপোর্টার- (সুভাষ মজুমদার)
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার প্রতিবাদে ও সারাইয়ের দাবিতে আজ আরামবাগ তারকেশ্বর মেন রাস্তা অবরোধ করল সাওতা গ্রামের স্কুল ছাত্র ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা।জানা গেছে পুড়শুড়া থানার সাওতা থেকে হাটি ও ভূয়েরা গ্রাম প্রযন্ত দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা বহুদিন থেকেই বেহাল অবস্থা।বর্ষা পড়তেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়, ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে ও হেঁটে যাওয়ায় স্থানীয়দের অসুবিধে। স্কুল ছাত্র ছাত্রীরা প্রায় দিনই ওই রাস্তায় সাইকেল নিয়ে পড়ে যায়, কাদা লেগে গেলে তাকে বাড়ি ফিরে আসতে হয় স্কুল না গিয়ে। বহুদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলো তার কোনো সুরাহা না হওয়ায় আজকে এই পথ অবরোধ বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই পথ অবরোধ চলে ।পরে পুড়শুড়া থানার পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া বাসিন্দার।
স্থানীয় সওতা গ্রামের এক বাসিন্দা বলেন পাশাপাশি আট দশটি গ্রামের প্রাণ কেন্দ্র এই সওতা গ্রাম,এখানে আছে স্কুল স্বাস্থ্য কেন্দ্র।এই গ্রামেরই প্রায় সাড়ে তিন কিলো মিটার রাস্তা হাঁটার অযোগ্য হয়ে গেছে।রাস্তা সারাইয়ের জন্য বিডিও কে জানিয়েও কোনো লাভ হয়নি তাই এই রাস্তা অবরোধ করেছি,বিডিও এসে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি না দিলে অবরোধ চলবে।
যদিও আধ ঘন্টা অবরোধ চলার পর পুরশুরা থানার পুলিশ এসে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Be the first to comment