রিপোর্টার- ( সুভাষ মজুমদার)
রাস্তার দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ, ঘটনা তারকেশ্বরের চাঁপাডাঙ্গার তেঁতুল তলা মোড়ে।বেহাল রাস্তা ও বাঁধ মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল হন বহু সাধারণ মানুষ।
গত কুড়ি বছর ধরে চাঁপাডাঙ্গা থেকে বিনোগ্রাম প্রযন্ত দীর্ঘ দশ কিলো মিটার রাস্তার মেরামত হয়নি আজ প্রযন্ত, ফলে দুর্ভোগের শিকার পচ চলতি সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র ছাত্রী সহ মুমুর্ষু রোগীরা।
অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ আসে, পুলিশের কাছে দাবি রাখে তারকেশ্বর বিডিও ঘটনা স্থলে এসে নতুন রাস্তা ও বাঁধ মেরামতের আশ্বাস দিলে তবেই তারা এই অবরোধ তুলবে।
অবশেষে চাঁপাডাঙ্গা সেচ দপ্তরের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বোনকেশ ওঝা এবং তারকেশ্বর বিডিও জয় গোপাল পাল ঘটনা স্থলে এসে সাধারন মানুষকে আশ্বাস দেন বর্ষার পরেই শুরু হবে রাস্তার কাজ, প্রশাসনের কাছ থেকে প্রতিশ্রুতি পাবার পরই অবরোধ তুলে নেন অবরোধ কারীরা।
অবরোধকারীদের মধ্যে বিনোগ্রামের মৌসম মান্না বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তার বেহাল অবস্থা,স্বাভাবিক ভাবে কোনো যান চলাচল করতে পারে না, এছাড়া কোনো মুমুর্ষ রোগী কে নিয়ে যাওয়া যায় না এবং এই রাস্তার উপর পড়ে আটটি স্কুল, ছাত্র ছাত্রী যেতে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই অবরোধ করতে বাধ্য হয়েছি।স্থানীয় বিডিও এবং সেচ দপ্তরকে জানাই, যদিও বহুবার জানিয়েও কোন ফল পায়নি আগে।আজ বিডিও আমাদের বলেন রাস্তারটির জন্য এক কোটি সাতান্ন লক্ষ দশ হাজার পাঁচশো ষাট টাকা অনুমোদন পেয়ে গেছে।খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে, ওনার আশ্বাস পেয়েই আমরা অবরোধ তুলি।
এব্যাপারে তারকেশ্বর বিডিও জয় গোপাল পাল বলেন রাস্তা অবরোধের খবর পেয়েই ছুটে আসি ওদের অবরোধ তুলে নিতে বলেছি। জেলা পরিষদ থেকে এই রাস্তার জন্য চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে ,রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে এক কোটি সাতন্ন লক্ষ দশ হাজার পাঁচশো ষাট টাকা, বর্ষার পরেই শুরু হবে রাস্তার কাজ।
Be the first to comment