আজ অসম যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। NRC-র চূড়ান্ত খসড়া প্রকাশের পর সেখানকার অবস্থা খতিয়ে দেখতে যাচ্ছে তারা। ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, অর্পিতা ঘোষ, সুখেন্দুশেখর রায়, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর এবং মহুয়া মৈত্র।
অসমে গিয়ে আজ গুয়াহাটিতে বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সূত্রের খবর, সেখানকার মারোয়ারি ও বিহারি ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর শিলচরে একটি নাগরিক কনভেনশনে যোগ দেবেন।
৩০ জুলাই NRC-র চূড়ান্ত খসড়া প্রকাশ করে অসম সরকার। সেই তালিকা থেকে বাদ পড়ে ৪০ লাখ নাগরিকের নাম। এরপর অসমের BJP সরকারকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা বাঙালি, বিহারি খেদাও চলছে। এতে সব থেকে বেশি সমস্যায় পড়বে বাংলা ও বাংলাদেশ। রিফিউজিরা বাংলাদেশে পুশব্যাক করতে চাইলে, তখন যদি বাংলাদেশ তাদের নিতে না চায়, তাহলে তারা যাবে কোথায় ? এটা কী একবারও ভেবে দেখেছে ? এত বড় পদক্ষেপ নিতে যাওয়ার আগে আমাদের সঙ্গে একটা মিটিং করার দরকার ছিল।” পাশাপাশি তিনি জানান, যে ৪০ লাখ নাগরিকের নাম নেই তারা সাহায্য চাইলে করা হবে। এরপরই অসমে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি।
Be the first to comment