২০১৯ সালের আইপিএল কী তবে হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়?

Spread the love

২০০৯ সালের আইপিএল ভারতে নয়, হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবারও একই সম্ভাবনা দেখা দিয়েছে। ২০১৯ সালে আইপিএলের সময় ভারতে সাধারণ নির্বাচন। সেই ডামাডোলের মধ্যে ভারতে আইপিএল আয়োজন করতে চায়নি এর গভর্নিং কাউন্সিল। ১০ বছর পর আবারও একই সমস্যার মুখোমুখি টি-টোয়েন্টির জনপ্রিয়তম এই লিগ। এখনও তা অবশ্য চূড়ান্ত হয়নি।

তবে দক্ষিণ আফ্রিকা তাদের তরফে সম্মতি জানিয়ে রেখেছে। বিসিসিআই যদি দেশের বাইরে আইপিএল আয়োজন করতে চায়, তবে তারা দক্ষিণ আফ্রিকার কথা ভাবতে পারে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ২০০৯ সালে আইপিএল সফলভাবেই তারা আয়োজন করেছিল। বিসিসিআই শুধু নির্বাচনের সময়টায় দেশের বাইরে আইপিএল আয়োজন করতে চায়। বাকিটা হবে ভারতেই। বিসিসিআই অপেক্ষা করছে নির্বাচনের তারিখ ঘোষণার। এপ্রিল কিংবা মে মাসে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন যদি ২০১৯ সালের মে মাসের দিকে হয়, তাহলে পুরো আইপিএলই দেশের বাইরে সরে যেতে পারে। সিএসএ আইপিএলকে আতিথ্য দিতে তৈরি। বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরো বলেছেন, ‘আমরা বুঝি, ভারতীয় বোর্ডের ভাবনায় আছে আইপিএলটি দুবাই, নয়তো দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা যায় কি না।’ ২০১৯ সালের আইপিএল ২৯ মার্চ শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলার কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*