বিক্ষোভের আবহে নতুন করে উত্তর কর্নাটককে পৃথক রাজ্য ঘোষণার দাবি মাথাচাড়া দিল

Spread the love

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে৷ এ বার পৃথক রাজ্যের দাবিতে উত্তাল কর্নাটক৷ দাবিটি আগে থেকেই ছিল উত্তর কর্নাটকের৷ মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণ বিক্ষোভের আবহে নতুন করে মাথাচাড়া দিল উত্তর কর্নাটককে পৃথক রাজ্য ঘোষণার দাবি৷

পৃথক রাজ্যের দাবিতে আজ অর্থাত্‍‌ বৃহস্পতিবার বন্‌ধের ডাক দিয়েছে উত্তর কর্নাটক হরতা সমিতি৷ সংগঠনের সভাপতি সোমশেখর কোটাম্বরির বক্তব্য, মহাদয়ীর জল ইস্যুতে কর্নাটক সরকারের মনোভাব অত্যন্ত অবিবেচকের মতো৷ উত্তর কর্নাটকের ১৩টি জেলা জুড়ে বন্‌ধের ডাক দেওয়া হয়েছে৷
একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, যদি সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দেয়, তা হলে আন্দোলন-বিক্ষোভ বাড়ানো হবে৷ প্রতিটি মন্ত্রী, বিধায়কের বাড়ির সামনে ধর্না শুরু হয়ে যাবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*