রাজ্যসভায় তুমুল হট্টগোলের পর খোদ চেয়ারম্যানের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনতে চলেছেন বিরোধী সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি এবং আরও কয়েকটি দল মিলে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে বলবে, আপনি নিরপেক্ষ নন। রাজ্যসভার অধিবেশন চলার সময় আপনি একটি দলের হয়ে কাজ করছেন। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আগে কখনও চিঠি লিখে বিরোধীরা এমন গুরুতর অভিযোগ করেননি।
এইরকম নজিরবিহীন ঘটনা ইতিমধ্যেই লোকসভায় ঘটিয়েছেন বিরোধীরা। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠি দিয়ে আটজন বিরোধী নেতা বলেছেন, আমাদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আপনি যথাযথ পদক্ষেপ নেননি।
এবার বেঙ্কাইয়াকে চিঠি লিখে বিরোধী সাংসদরা মূলত তিনটি বিষয়ে তাঁদের উদ্বেগের কথা জানাবেন। প্রথমত রাজ্যসভার সচিবালয় থেকে যে টিভি চ্যানেলটি চালানো হয়, তাতে বিরোধীরা বিশেষ গুরুত্ব পান না। শাসক দলের হয়ে সেখানে প্রচার করা হয়।
সম্প্রতি বিরোধীরা রাজ্যসভায় দুটি প্রশ্ন করেছিলেন এবং সরকারও তার জবাব দিয়েছিল। কিন্তু রাজ্যসভার ওয়েবসাইট থেকে ওই দুই প্রশ্ন মুছে দেওয়া হয়েছে। সাংসদরা জানতে চেয়েছিলেন, বিভিন্ন কো-অপারেটিভ নোটবন্দির ফলে বাতিল নোটগুলি কী পরিমাণে গ্রহণ করেছে? বিশেষত বিজেপির সভাপতি অমিত শাহ যে কো-অপারেটিভ ব্যাংকের বোর্ডে আছেন, সেই সংস্থাটি কী পরিমাণে বাতিল নোট গ্রহণ করেছিল? এই দুটি প্রশ্নই ওয়েবসাইটে নেই।
গত মঙ্গলবার অমিত শাহ যখন রাজ্যসভায় বক্তব্য পেশ করছিলেন তখন প্রাক্তন এক প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। বিরোধীরা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানান। হট্টগোলের মধ্যে বেঙ্কাইয়া ১০ মিনিটের জন্য সভা মুলতবি করে দেন। সাধারণত এসব ক্ষেত্রে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত সভা মুলতবি করা হয়।
সভা ফের চালু হওয়ার পরে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন প্রথমেই বেঙ্কাইয়াকে জিজ্ঞাসা করেন, এত অল্প সময়ের জন্য অধিবেশন মুলতুবি রাখা হল কেন বলবেন কি? বেঙ্কাইয়া পাল্টা বলেন, আপনারা কেন এতো হট্টগোল করছেন বলবেন কি?
মঙ্গলবার গোলমালের মধ্যে অমিত শাহ বক্তব্য শেষ করতে পারেননি। বুধবার সভার অধিবেশন শুরু হলে বেঙ্কাইয়া তাঁকে বক্তব্য শেষ করতে ডাকেন।
বেঙ্কাইয়ার এই কাজগুলি বিরোধীদের কাছে আপত্তিকর মনে হয়েছে। তাঁরা চিঠিতে সেসবই উল্লেখ করবেন।
Be the first to comment