তিন ম্যাচের টি-২০ সিরিজে আজ কোহলিদের সামনে সিরিজ জয়ের হাতছানি। গত বুধবার আশিষ নেহেরার ফেয়ারওয়েল ম্যাচে ভারত প্রথমবার ট-২০তে নিউজিল্যান্ডকে হারালো। আইসিসি রাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ড শীর্ষে আছে, আর ভারত আছে ৫ নম্বরে। এই ছোট ফর্ম্যটের ক্রিকেটে নিউজিল্যান্ড যে খুবই শক্তিশালী দল সেটা তারা অনেকবারই প্রমান করেছে। সেক্ষেত্রে রাজকোটের ম্যাচে ভারতের কাছে সিরিজ জেতার সু্যোগ সহজে আসবে না তা বলাই বাহুল্য।
কিন্তু কোহলি এবং তার বাহিনী চাইছে আজই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিতে। দলের প্রধান ব্যাটসম্যানরা রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছে। দলের বোলাররাও ছন্দে আছে। বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার প্রতি ম্যাচেই তাদের প্রমান করে চলেছেন। স্পিনার অক্ষর প্যাটেল আগের ম্যাচে ভালো করে ভীষণ ভাবে আত্মবিশ্বাসী। লেগ স্পিনার চাহালও প্রয়োজন অনুযায়ী দলের সাফল্যে বড় ভূমিকা নিচ্ছেন। রাজকোটের ম্যাচে ভারতই ফেভারিট দল হিসাবে মাঠে নামবে।
Be the first to comment