শিলচরে তৃণমূল সাংসদদের আটকানোর ঘটনার সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব

Spread the love
শিলচর বিমানবন্দরে তৃণমূলের ছয় সাংসদকে আটকে দেওয়ার ঘটনার সমালোচনা করলেন শিলচরের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা তাঁর টুইটারে লিখেছেন, ওই সাংসদদের বাধা দিয়ে ও বিমানবন্দরে আটকে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে  অসম সরকার।
সুস্মিতা বৃহস্পতিবার সকালেই অসমের মুখ্যসচিব ও কাছাড়ের ডেপুটি কমিশনারকে চিঠি দিয়ে তৃণমূল সাংসদদের বাধা না দিতে অনুরোধ জানিয়েছিলেন। তাঁর চিঠিতে সুস্মিতা লিখেছিলেন, “৩০ জুলাই জাতীয় নাগরিক পঞ্জির খসড়া প্রকাশিত হওয়ার পর রাজ্যে শান্তিরক্ষা প্রাথমিক কাজ। সংবাদমাধ্যম থেকে জানলাম আজ তৃণমূল সাংসদদের একটি দলের শিলচরে সকাল এগারোটা নাগাদ আসার কথা। কাছাড়ের ডেপুটি কমিশনার কাছাড় জেলায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন। শান্তি বিঘ্নিত না করে তৃণমূল সাংসদেরা কারও সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের অনুমতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধ গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে।”
এনআরসি নিয়ে এক নাগরিক প্রতিবাদ সভায় যোগ দিতে শিলচর গেছিলেন তৃণমূলের ছয় সাংসদ। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক মহুয়া মৈত্র। তাঁরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের জানায়, বাইরে ১৪৪ ধারা রয়েছে। তাঁরা বাইরে যেতে পারবেন না। প্রতিবাদ সভায় যাওয়ার তো প্রশ্নই নেই। এই নিয়ে দুপক্ষে ধস্তাধস্তি হয়।  তুমুল বাগবিতণ্ডা বেধে যায়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ঘটনাকে সুপার ইমারজেন্সি বলে অভিহিত করেছেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*