“BJP রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে উঠছে, তাই পেশিশক্তির আস্ফালন দেখা যাচ্ছে ওদের মধ্যে।” শিলচর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধদলকে আটকানো নিয়ে একথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NRC-র বিরোধিতা করে তার প্রতিবাদ জানাতে আজ অসমে যায় তৃণমূলের আট সদস্যের একটি দল। অভিযোগ, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের আটকানো হয়। হেনস্থাও করা হয়। দিল্লি থেকে ফিরে দমদম বিমানবন্দরে এই বিষয়ে নিজের ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওদের নিজেদের অস্তিত্বই প্রশ্নের মুখে। আর ওরা বলছে এই রাজ্যে নাকি NRC বাস্তবায়ন করবে? আমি দেখব কীভাবে ওরা রাজ্যে হস্তক্ষেপ করে
BJP রাজ্যে হাত দিয়ে দেখুক
BJP রাজ্যে হাত দিয়ে দেখুকওরা কে? পশ্চিমবঙ্গে ওদের তাদের কী তাৎপর্য আছে? কেউ ওদের জানে না। ওরা কিছু গুন্ডা।
BJP রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে উঠছে, তাই পেশিশক্তির আস্ফালন দেখা যাচ্ছে। ওরা কে ভাই ? কারা ? লোকে চেনে না, জানে না। কয়েকজন দুষ্কৃতী বেরিয়ে দাঙ্গা করেBJP সরকারের এটা শেষের শুরুযদি শান্তিই থাকে তাহলে ১৪৪ ধারা কেন জারি থাকবে ?
Be the first to comment