কলকাতায় ফিরলেন তৃণমূলের ৬ প্রতিনিধি

Spread the love

কলকাতায় ফিরলেন তৃণমূলের ৬ প্রতিনিধি ৷ শুক্রবার শিলচর থেকে শহরে ফিরলেন ৬ প্রতিনিধি ৷ রাতভর শিলচর বিমানবন্দরে ছিলেন সকলে ৷ বেলবন্ডে সই করে মুক্তি করা হয় প্রতিনিধিদের ৷ বেলবন্ডে সই করান ডিআইজি দেবরাজ ঠাকুর ৷ প্রায় ১৭ ঘণ্টা আটকে ছিল প্রতিনিধিদল ৷ শিলচরে আছেন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ শিলচরে আছেন সাংসদ অর্পিতা ঘোষও ৷ দিল্লি যাচ্ছেন মমতাবালা ঠাকুর, অর্পিতা ঘোষ ৷ ‘আমাদের সঙ্গে অনুপ্রবেশকারীর মতো আচরণ’, কলকাতায় ফিরে বললেন সুখেন্দুশেখর রায় ৷                       ফিরহাদ হাকিম জানালেন, ‘ভারত সকলের ৷ সব জায়গায় যাওয়ার অধিকার সকলের ৷ অগণতান্ত্রিকভাবে আমাদের আটকানো হয় ৷ আমরা মানুষের স্বার্থে গিয়েছিলাম ৷ অসমের মানুষকে বঞ্চিত করা হচ্ছে ৷ এর বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ করব ৷ আমরা মানুষের পাশে থাকবই ৷ বিমানবন্দরে আটকে দমানো যাবে না ৷ আমাদের প্রতিবাদ বন্ধ করা যাবে না ৷ বিজেপি দাঙ্গাবাজ দল ৷ ওরা যেখানে যায় দাঙ্গা করে ৷ পশ্চিমবঙ্গ দাঙ্গার জায়গা নয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*