আত্মসমর্পন করল ছত্তিশগড়ের শীর্ষ মাওবাদী নেতা রবি। তার মাথার দাম ৫ লাখ টাকা। বৃহস্পতিবার রায়পুরে তার সঙ্গে আত্মসমর্পন করেছে তার স্ত্রীও। তার স্ত্রী বুধারীরও মাথার দাম ৫ লাখ। ২০১২ সালে কেরলাপালে সুকমার জেলাশাসক অ্যালেক্স পল মেননের অপহরণের ঘটনার সঙ্গে তারা জড়িত ছিল বলে অভিযোগ। এছাড়াও লুটপাট, বিস্ফোরণের একাধিক মামলা রয়েছে তাদের নামে। পুলিশেক রবি জানিয়েছে, গরিব মানুষের অধিকারের জন্য লড়তে আর শোষণের বদলা নিতে সে মাওবাদী হয়েছে। পরে তার বোধোদয়, এসবে কোনও লাভ হয় না। বৃহস্পতিবারাই মুখ্যমন্ত্রী রমন সিং নকশালপন্থীদের আত্মসমর্পন করেত বলেছেন। নয়তো তাদের খতম করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। তাঁর কথা, পুলিশের উদ্যোগে ছত্তিশগড় মাওবাদী মুক্ত করার দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই সরগুজা জেলা মাওবাদী, নকশালমুক্ত হয়েছে। এ ব্যাপারে আদিবাসীদের সহযোগিতা চান তিনি।
Be the first to comment