নারদা-কাণ্ডে রিপোর্ট দিতে সিবিআই কেন দেরি করছে তা জানতে চেয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলায় ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির সিঙ্গল বেঞ্চ।
শুক্রবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ও ইকবাল আহমেদের করা মামলায় নারদা তদন্তের রিপোর্ট আদালতে পেশ করে সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ্রকে প্রশ্ন করেন, আপনারা তো শুধু ভয়েস স্যাম্পল নিয়েছেন। আর বাদবাকি রিপোর্ট কোথায় ?
কেন্দ্রের এএসজি আদালতের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার জন্য ৬ মাস অতিরিক্ত সময়ের আবেদন জানান। এর বিরোধিতা করেন মামলাকারীর পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি বলেন, এর আগেও সিবিআই ৮ মাস সময় চেয়েছিল। কিন্তু তার মধ্যে রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে তারা। তখন বিচারপতি সিবিআইয়ের রিপোর্ট দেখে মন্তব্য করেন, এই রিপোর্টে সময়ের চেয়ে আবেদনের কোনও উল্লেখ নেই কেন? এর সদুত্তর দিতে পারেননি কেন্দ্রের এএসজি । তখন বিচারপতি বলেন, ৬ সপ্তাহের সময় দিচ্ছি। এর মধ্যে রিপোর্ট সম্পূর্ণ করে আদালতে পেশ করতে হবে। সূত্রের খবর, সিবিআই আমেরিকার অ্যাপল সংস্থা থেকে কিছু তথ্য আনার চেষ্টা করেছে। আইফোন সংক্রান্ত ওই সব তথ্য আনতে কিছু সময় লেগেছে।
Be the first to comment