পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিম ভারতে অনুপ্রবেশে সাহায্য করে

Spread the love
ভোটে জেতার পরেই প্রাক্তন ক্রিকেটার ইমরান খান বলেছিলেন, ভারত যদি বন্ধুত্বের পথে এক পা এগোয় তো আমরা এগব দুই পা। তার কয়েকদিন বাদেই গোয়েন্দারা খবর পেয়েছেন, সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে গুরেজ, মাচিল, উরি, তাংধের ও আরও কয়েকটি সেক্টরে অপেক্ষা করে আছে ৬০০ জঙ্গি।  ভারতে ঢুকে হামলা চালানোই তাদের উদ্দেশ্য।  তাদের সঙ্গে সম্ভবত পাকিস্তানের সেনাবাহিনীর লোকেরাও রয়েছে।
গোয়েন্দারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এ সম্পর্কে যে রিপোর্ট দিয়েছেন, তাতে বলা হয়েছে, পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার অ্যাকশন টিম বরাবরই ভারতে অনুপ্রবেশে সাহায্য করে।  এবারও করছে। পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের যে সব জায়গা দিয়ে জঙ্গিরা ভারতে ঢোকে সেখানে গতবছর ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালায়। তার পরে কিছুদিন পাকিস্তান একসঙ্গে বেশি সংখ্যক জঙ্গিকে ভারতে পাঠাতে পারেনি।  কিন্তু বছর খানেকের মধ্যে ধাক্কা সামলে উঠে পাকিস্তানের সেনাবাহিনী ফের অধিকৃত কাশ্মীরে ৬০০ জঙ্গিকে জড়ো করেছে।
ইমরান খান শপথ নেওয়ার আগেই পাকিস্তানের এমন প্রচেষ্টায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও পর্যবেক্ষকরা বলছেন, ইমরান পাকিস্তানে ক্ষমতায় এসেছেন সেনাবাহিনীর সহায়তায়। সেনাবাহিনী বরাবর জঙ্গিদের সাহায্য করে এসেছে। ইমরানের আমলে তারা শান্তিকামী হয়ে উঠবে এমন ভাবার কারণ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তারা চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত।  গত সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে বলা হয়েছে, ২০১৭ সালের ২২ জুলাই থেকে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে খতম হয়েছে ১১০ জঙ্গি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*