২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের যেন রিপ্লে দেখা গেল ২০১৮’র কোয়ার্টার ফাইনালে। মাত্র ৩১ মিনিটেই হার মানলেন সাইনা নেহওয়াল। সেই ক্যারোলিনা মারিনের কাছেই।
২০১৫ সালের ফাইনালে শীর্ষবাছাই স্প্যানিশ তারকার কাছে হার মানতে হয়েছিল ১৬-২১, ১৯-২১ স্ট্রেট গেমে। এ বার ছবিটা বদলানোর সুযোগ ছিল সাইনার কাছে। তবে প্রতিশোধের ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেন সাইনা৷
মাত্র ১২ মিনিটেই সাইনার বিরুদ্ধে প্রথম গেমে জয় তুলে নেন মারিন৷ প্রথম গেমে মাত্র ৬টি পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন নেহওয়াল৷ দ্বিতীয় গেমে তুলনায় কিছুটা লড়াই করলেও একবারের জন্যও মারিনের থেকে লিড আদায় করতে পারেননি অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা৷ ফলে ১৯ মিনিটে দ্বিতীয় গেম হারতে হয় হায়দ্রাবাদি এই তারকাকে৷
সব মিলিয়ে মাত্র ৩১ মিনিটেই ৬-২১, ১১-২১ স্ট্রেট গেমে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন সাইনা৷ অন্যদিকে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সপ্তম বাছাই ক্যারোলিনা মারিন জায়গা করে নিলেন সেমিফাইনালে৷
Be the first to comment