শেষ পর্যন্ত জরিমানায় গিয়ে দাঁড়াল অখিলেশের বাংলো বিতর্ক। প্রায় ২০০ পাতার একটি রিপোর্ট পেশ করেছে যোগী সরকারের পূর্ত দফতর। যেখানে বলা হয়েছে, সরকারি বাংলার বহুরকম ক্ষয়ক্ষতিই করা হয়েছে। এমনকি সেজন্য প্রায় ৬ লক্ষ টাকা আর্থিক জরিমানার সুপারিশও করা হয়েছে।
তবে রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর অংশ হল, প্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা সরকারি বাংলোর পেছেনে ব্যয় করেছিলেন অখিলেশ। যার অধিকাংশ ক্ষেত্রেই অনুমতি নেওয়া হয়নি। আর অধিকাংশ ক্ষয়ক্ষতিই হয়েছে সেইসব অংশেই। আর সেই বেআইনি নির্মাণের মেরামতির জন্যই আর্থিক জরিমানা। এই নিয়ে একটি শোকজের চিঠিও ধরানো হবে বলে জানা গেছে। যদিও সমাজবাদী পার্টির তরফ থেকে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। সরাসরি অখিলেশের মন্তব্য জানা যায়নি। তবে তাঁর অন্যতম ঘনিষ্ট সহকারী সুনীল যাদব বলেন, অখিলেশের জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছে শাসকদল। সুনাম নষ্ট করতেই এসব করা হচ্ছে।
Be the first to comment