বাম পরিচালিত পৌরনিগমের বিরুদ্ধে অলআউট বিরোধিতায় নামতে চলেছে তৃণমূল

Spread the love
শিলিগুড়িতে হাউজ়িং ফর অল প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে বাম পরিচালিত পৌরনিগমের বিরুদ্ধে অলআউট বিরোধিতায় নামতে চলেছে বিরোধী তৃণমূল। কংগ্রেসের অনাস্থা প্রস্তাব মেনে বাম বোর্ডের বিরুদ্ধে বিরোধী শক্তিকে একজোট করতে চায় তারা।
শিলিগুড়ি পৌরনিগমে হাউজ়িং ফর অল প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই একজোট হয়ে সুর চড়িয়েছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও BJP। প্রকাশ্যে না হলেও, দুর্নীতির কথা বলে দলের অন্দরেই ক্ষোভ উগরে দিয়েছেন কিছু বাম কাউন্সিলরও। পৌরনিগমের মাসিক অধিবেশনে এই ইশুতে ল্যাজেগোবরে হন মেয়র অশোক ভট্টাচার্য। ওইদিনই মেয়রের সামনে বাম বোর্ডের বিরুদ্ধে তৃণমূলকে অনাস্থা নিয়ে আসার খোলামেলা প্রস্তাব দিয়েছিলেন পৌরনিগমের কংগ্রেসের পরিষদীয় দলনেতা সুজয় ঘটক। তিনি বলেন, “দুর্নীতি ইশুতে ক্ষমতা থাকলে বাম বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনুক তৃণমূল। কংগ্রেসের কাউন্সিলররা তাতে সমর্থন দেবেন।”
কংগ্রেসের এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চাপের মুখে পড়েন মেয়রও। আসলে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি পৌরনিগমের দখল নিতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু, একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তা সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে দুর্নীতি ইশুতে কংগ্রেসের এই প্রস্তাব সুবর্ণ সুযোগ ধরে নিয়ে শিলিগুড়ি পৌরবোর্ডকে ক্ষমতাচ্যুত করতে ফের মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। গতকাল দলের জেলা সভাপতি গৌতম দেবের সঙ্গে এবিষয়ে বৈঠক করেন তৃণমূল কাউন্সিলররা।
বৈঠক শেষে গৌতম দেব বলেন, “গরিব মানুষের টাকা নিয়ে অশোক ভট্টাচার্যের নেতৃত্বাধীন শিলিগুড়ি বাম পৌরবোর্ড হাউজ়িং ফর অল প্রকল্পে যে দুর্নীতি করেছে, তাতে বোর্ড একদিনও ক্ষমতায় থাকুক আমরা চাই না। এই পৌরবোর্ড শিলিগুড়িকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মেয়র এই পদে থাকার অধিকার হারিয়েছেন। একদিকে দুর্নীতি অন্যদিকে অপদার্থতায় মানুষের নাভিঃশ্বাস উঠছে। এই বোর্ডকে ক্ষমতাচ্যুত করতে প্রথা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। প্রয়োজনে অন্য বিরোধী দলগুলির সঙ্গেও কথা বলে কৌশল ঠিক করা হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*