বিহারে অনাথ আশ্রমে ধর্ষণের ঘটনা নিয়ে মাসখানেক ধরে হইচই হওয়ার পরে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি শুধু বলেছেন, এই ঘটনা লজ্জাজনক। যারা এর জন্য দায়ী, তাদের শিক্ষা দেওয়া হবে। আমরা দেখব যাতে এমন ঘটনা আর না ঘটে।
মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস থেকে কয়েক মাস আগে বিহারের অনাথ আশ্রমগুলি নিয়ে এক সমীক্ষা চালায়। তারাই রাজ্য সরকারকে রিপোর্ট দেয়, শেল্টার হোমগুলিতে নিয়মিত মেয়েদের যৌন নিগ্রহ করা হচ্ছে । তার পরেই বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। বিরোধী নেতা তেজস্বী যাদব টুইট করেন, বিহারে রাক্ষস রাজ চলছে। রাবণ আর দুর্যোধনের ভয়ে মা-বোনেরা ঘরের বাইরে বেরতে পারছেন না।
নীতীশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী অপরাধীদের বাঁচাতে চাইছেন। কারণ তাদের সঙ্গে রাজ্যে শাসক জনতা দল ইউনাইটেডের যোগাযোগ আছে।
Be the first to comment