বেহাল দশায় পরে আছে কাটোয়া ২নং ব্লকে শ্রিবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম নিম্ন-বুনিয়াদি বিদ্যালয়। বর্ষাকালে ঘরগুলো অবস্থা এতোটাই খারাপ হয়ে যে বাধ্য হয়ে বিল্ডিং এর বারান্দায় বসে ক্লাস করাতে হয় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের। বিদ্যালয়ের অবস্থা এতোটাই খারাপ যে একটা প্রাচীর পর্যন্ত নেই বিদ্যালয়ের পেছনে, সবসময়ই খোলা অবস্থায় পড়ে থাকে বিদ্যালয়ের গেটটি। নন্দীগ্রাম ব্যাংক মোড় থেকে নন্দীগ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি থেকে খারাপ হয়ে পড়ে আছে বহুবছর ধরেই, ফলে সমস্যায় পড়ছেন প্রতিদিনই ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী কয়েশ পথযাত্রী। সমস্যা আরো বেড়েছে বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তা মাঝখানে কাঁদা জমা হয়ে বেহাল দশা রাস্তার। ফলে ছাত্র-ছাত্রী ও সসাধারণ মানুষের সমস্যা দ্বিগুণ হয়েছে। এলাকাবাসীর দাবি এইসব কোনদিকেই নজর নেই বিদ্যালয় কর্তৃপক্ষের।
Be the first to comment