ছবি সৌজন্যে- (এএনআই) দেশের শহিদের শ্রদ্ধা জানাতে ৩৬১ ফুটের তেরঙ্গা নিয়ে রাস্তায় নামলেন তীর্থযাত্রীরাও। এই দীর্ঘ তেরঙ্গা নিয়ে দিল্লি থেকে উত্তরাখন্ডের উদ্দেশে রওনা দিলেন প্রায় ৩৫ জন তীর্থযাত্রী। প্রতিবছর শিবরাত্রির আগের উত্তরাখন্ডে শুরু হয় কানোয়ার যাত্রা। গোমুখ-গঙ্গোত্রী ধাম ও হরিদ্বারের গঙ্গা থেকে এই জল সংগ্রহ করতে আসে পুণ্যার্থীরা। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই যাত্রায়। বাড়ি থেকে গঙ্গা অভিমুখে যাত্রাপথটিকেই বলা হয় কানওয়ার যাত্রা। তেরঙ্গা নিয়ে এই দীর্ঘ পাড়ি দেবেন ওই যাত্রীরা। উদ্যোক্তাদের দুজন নরেন্দ্র সাইনি ও মুলচন্দ রাজপুত বলেন, দেশের নিরাপত্তায় শত্রুদের সামনে দাঁড়িয়ে লড়াই করে শহিদ হয়েছেন দেশের সেনাকর্মীরা। তাঁরা আমাদের গর্ব। আমরা দেশকেও ভালবাসি, ভালবাসি তেরঙ্গাকে। তাই সব শহিদদের স্মৃতিতে সম্মান জানাতেই এই তেরঙ্গা-সহ যাত্রা।’
Be the first to comment