মারা গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক আফসার আহমেদ। বেশ কয়েক দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন ৫৯ বছর বয়সের এই লেখক। প্রথমে বেল ভিউ ও পরে এসএসকেএম-এ ভর্তি করা হয় তাঁকে।
২৭টি উপন্যাস এবং ১৪টি অন্যান্য বইয়ের রচয়িতা আফসার আহমেদ শরৎ সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য আকাদেমি পুরস্কারও রয়েছে এই মানুষটির ঝুলিতে। বাংলা আকাদেমিতে ১৩ বছর ধরে কাজ করেছেন তিনি। ২০০২ সালে তাঁর লেখা ‘ধান জ্যোৎস্না’ উপন্যাস নিয়ে মৃণাল সেন তৈরি করেছেন ‘আমার ভুবন’ সিনেমা।
লেখালেখির বাইরেও, নানা রকম বিষয়ে পিছিয়ে পড়া মুসলিম সমাজের প্রতি তাঁর অনেক অবদান রয়েছে। ১৯৫৯ সালে বাগনানে জন্মগ্রহণ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে স্নাতকোত্তর হওয়ার পরে লেখক হিসেবে জীবন শুরু করলেও, তীব্র অর্থকষ্টের কারণে বাংলা আকাদেমিতে চাকরি করতে শুরু করেন। তবে সূত্রের খবর, সেখানেও যোগ্য সম্মান পাননি তিনি।
Be the first to comment