মেডিক্যাল কলেজের পথেই হাঁটছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। দাবি একই, চাই হস্টেল। পড়ুয়াদের দাবি, হিন্দু হস্টেলে থাকতেন প্রেসিডেন্সির বহু পড়ুয়া। এর পরে ২০১৫ সালে মেরামতির জন্য খালি করে দেওয়া হয়েছিল হিন্দু হস্টেল। এক বছরের মধ্যে সংস্কার শেষ করার কথা থাকলেও, কেটে গিয়েছে তিন বছর। শেষমেশ এ বছরের জুলাই মাসে হস্টেল ফেরত পাওযার কথা ছিল পড়ুয়াদের। কিন্তু কর্তৃপক্ষের দাবি, কাজ শেষ হতে নাকি আরও পাঁচ মাস লাগবে। এ কথা শুনেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।
পড়ুয়াদের দাবি, সংস্কারের নাম করে ইচ্ছে করে হস্টেল আটকে রেখেছেন কর্তৃপক্ষ। তাঁদের হস্টেলে থাকতে দেওয়া হোক, এই দাবিতে শুক্রবার প্রশাসনিক ভবনে ডিন অফ স্টুডেন্ট-সহ একাধিক আধিকারিককে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। উপাচার্য ও রেজিস্ট্রারের ঘরের সামনেও দেখানো হয় বিক্ষোভ। তাঁদের প্রশ্ন, তিন বছর ধরে আটকে রাখার পরেও আরও পাঁচ মাস বেশি সময় কোন যুক্তিতে চাইছেন কর্তৃপক্ষ?
কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে কিছুই করা সম্ভব নয় তাঁদের পক্ষে। পড়ুয়াদের দাবি, হস্টেল না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।
Be the first to comment