মুজফফরপুরের হোমে কিশোরীদের ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদে গর্জে উঠল বিরোধী ঐক্য ৷ শনিবার দিল্লির যন্তরমন্তরে আরডেজি নেতা তথা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের ডাকে প্রতিবাদে সামিল হলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী থেকে বাম নেতা সীতারাম ইয়েচুর, ডি রাজার মতো শীর্ষ স্থানীয় নেতারা।
মুজফফরপুরের ঘটনাকে ঘিরে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে শক্তি প্রদর্শন করল বিরোধীরা৷ এ দিন মুজফ্ফপুরের ঘটনায় হোমের মালিক ব্রজেশ ঠাকুরের মৃত্যুদণ্ডের দাবি জানান লা্লু পুত্র তেজস্বী ৷
পাশাপাশি এদিন বিজেপি সরকার ও বিহারের নীতিশ কুমার সরকারকে একযোগে আক্রমণ করে রাহুল বলেন, আজ আমরা ভারতের মহিলাদের সুরক্ষার দাবিতে এখানে জড়ো হয়েছি ৷ নীতিশজি যদি সত্যিই লজ্জিত হতেন, তা হলে অবিলম্বে ঘটনায় ব্যবস্থা নিতেন ৷
Be the first to comment