সরকারি জমি হাতিয়ে তা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হল প্রভাবশালী তৃণমূল নেতা হিম্মত সিং চৌহানকে। গতকাল তাঁকে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। হিম্মতের গ্রেপ্তারির প্রতিবাদে শিলিগুড়ি শহরজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, তৃণমূল সমর্থকরা শূন্যে তিন রাউন্ড গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেও বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাধিক সরকারি ও বেসরকারি জমি হাতিয়ে তা বিক্রির অভিযোগ উঠেছিল হিম্মত সিংয়ের বিরুদ্ধে। কিন্তু রাজনৈতিক ক্ষমতাবান থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি বলেও অভিযোগ। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর গ্রেপ্তার করা হয় হিম্মতকে।
পুলিশ জানিয়েছে, আজ রাত ন’টা নাগাদ চম্পাসারি এলাকা থেকে হিম্মত সিং চৌহানকে প্রধান নগর থানার পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু তারপরেই স্থানীয় তৃণমূল নেতা মনা পালের নেতৃত্বে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক প্রধাননগর থানা ঘেরাও করে। হিম্মত সিং চৌহানকে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশকে হুশিয়ারি দিতে শুরু করে তারা। শুরু হয় বাদানুবাদ। পুলিশের একাংশের অভিযোগ, শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও পালটা অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি উত্তাল হতেই হিম্মত সিংকে প্রধান নগর থানা থেকে সরিয়ে NJP থানায় সরিয়ে দেওয়া হয়। স্থানান্তরিত করানোর সময় তৃণমূল নেতার সমর্থনে পুলিশের গাড়ির পিছু নেয় কর্মী সমর্থকেরা।
গত পৌরনির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন হিম্মত। কিন্তু পরাজিত হন তিনি।
Be the first to comment