ফের তীব্র ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশেয়া। এ বার মৃত অন্তত ৮২ জন। পর্যটক অধ্যুষিত লম্বক দ্বীপে রবিবার এই কম্পনের মাত্রা ছিল ৭.০ । জারি হয়েছে সুনামি-সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা অনুসারে, ১০ কিমি গভীর পর্যন্ত ভূমিকম্প হয় ৷
ইতিমধ্যেই এক সপ্তাহ ধরে জরুরি অবস্থা চলছে ভূমিকম্প-বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়। ফের এমন দুর্যোগে টালমাটাল পরিস্থিতি গোটা দেশের। সংলগ্ন বালি দ্বীপেও কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।
স্থানীয় মাতারাম শহরের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে টলতে টলতে বাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যান তাঁরা। পাহাড়েও ধস নামে। ফলে ট্রেকিংয়ে গিয়ে আটকে পড়েন বেশ কয়েক জন। তাদের উদ্ধার করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আগেই সতর্ক করা হয়েছিল এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য।
কয়েক দিন আগেই ইন্দোনেশিয়ার হলিডে আইল্যান্ডে ভূমিকম্প হয়৷ ৬.৪ মাত্রার কম্পনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় হলিডে দ্বীপ৷ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়৷ সেই ধ্বংসস্তুপ সরানোর কাজ এখনও চলছে৷ তার রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার কাছে ভারত মহাসাগরে ভূকম্পের জেরে তৈরি হওয়া সুনামিতে প্রায় আড়াই লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছিল দেড় লক্ষেরও বেশি মানুষের।
Be the first to comment