দমবন্ধ হয়ে মৃত্যু হল অন্তত ১৮টি গরুর। ছত্তীসগড়ের বলোদাবাজার জেলার রোহাসি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকেই পর পর মারা যেতে শুরু করেছে গরুগুলি। পরপর গরুর মৃতদেহ নিয়ে কবর দিতে নিয়ে যাওয়া হলে চোখে পড়ে যায় স্থানীয় মানুষের। তাঁরাই খবর দেন পুলিশে। প্রথমিক তদন্তে জানা যায়, গরুগুলিকে কয়েক দিন ধরে একটি ঘরে আটকে রাখার ফলে, দমবন্ধ হয়ে মারা গিয়েছে তারা।
স্থানীয় সূত্রের খবর, বেওয়ারিশ ওই গরু-মোষগুলি কয়েক দিন ধরেই গ্রামে ঘুরছিল, খেতের ফসল নষ্ট করছিল। তখনই গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করে কয়েকটি গরুকে ধরে এবং একটি ছোট গোয়ালে ঢুকিয়ে বেঁধে রাখেন। বাকিগুলিকে একটি মাঠে একাধিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তাঁরা ভাবেন, গরুগুলির মালিক নিশ্চয় খুঁজতে আসবেন। কেউই আসেননি। এদিকে এতগুলি গরু-মোষকে খেতে দেওয়া মুশকিল হচ্ছিল।
তখন সব আটকে রাখা গরু-মোষকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযোগ, সে সময়ে গোয়ালে আটকে রাখা গরুগুলিকে ছাড়তে ভুলে গিয়েছিলেন গ্রামবাসীরা। ফলে চার দিন ধরে ওখানেই আটকে থেকে যায় সেগুলি। তার পরে দুর্গন্ধ বেরোতে শুরু করলে, দেখা যায় ১৮টা গরু মারা গিয়েছে গোয়ালেই।
এরপরেই সেগুলি পাঠানো হচ্ছিল গ্রাম থেকে ৭০ কিলোমিটার দূরের ভাগাড়ে। তখন ধরা পড়ে যায় ঘটনাটি। ময়না তদন্তে জানা যায়, বন্ধ ঘরে শ্বাসরোধ হয়েই মারা গিয়েছে গরুগুলি। ঘটনার পরে যাতে কোনও অসুখ না ছড়ায়, সে ব্যাপারে সতর্ক করেছে প্রশাসন। ঘটনাস্থলে পশু চিকিৎসক পাঠিয়ে অন্যান্য গবাদি পশুগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।
Be the first to comment