ফের সেলফি-নেশার বলি হল দুই কিশোর। এবার ঘটনাস্থল লুধিয়ানার রেললাইন। পুলিশ জানিয়েছে, রবিবার বছর পনেরোর তিনটি ছেলে রেললাইনের উপরে দাঁড়িয়ে নানা রকম পোজ়ে সেলফি তুলছিল। হঠাৎই এসে যায় ট্রেন। তারা এতই মত্ত ছিল নিজেদের মধ্যে, যে শুনতে পায়নি হুইসেল। এক কিশোর কোনও রকমে সরে যেতে পারলেও, চাকার চলায় চলে যায় গৌরব কুমার এবং যুবরাজ সিংহ নামের দুই কিশোর।
তৃতীয় জন পালিয়ে যেতে পারলেও, ভয়ে কাউকে ঘটনার কথা জানায়নি সে। পরে রেলপুলিশের সূত্রে খবর আসে, রেললাইনে কাটা পড়েছে দুই কিশোর। পরে তাদের পরিবার গিয়ে মৃতদেহ শনাক্ত করে। পরিবার সূত্রের খবর, রবিবার সকালে গুরুদুয়ারা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল যুবরাজ ও গৌরব। তৃতীয় কিশোরের কথা জানতেন না তাঁরা।
এর পরে কী ঘটেছে, কেনই বা তারা রেললাইনে গিয়েছিল, সেলফি তুলছিল– এসব কিছুই জানে না পরিবার। যুবরাজের পরিবারের তরফে পুলিশকে অনুরোধ করা হয়েছে ময়না তদন্তের আগে তার বাবার দুবাই থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে।
সেলফি তুলতে গিয়ে মৃত্যুর হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। কিশোর থেকে শুরু করে প্রৌঢ়, কেউই বাদ পড়ছে না এই প্রবণতা থেকে। পরিসংখ্যান বলছে, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে সারা পৃথিবীতে রিপোর্টেড মৃত্যুর সংখ্যা ২১৩। যার মধ্যে ১২৮টি-ই ঘটেছে ভারতে। ভারতের পরেই আছে রাশিয়া এবং পাকিস্তান। সে দু’টি দেশে এই চার বছরে সেলফি-মৃত্যুর সংখ্যা ১৪ এবং ১২।
Be the first to comment