এবার উত্তরপ্রদেশের একটি হোম থেকে উদ্ধার হল ২৪ নাবালিকা, গ্রেফতার এক দম্পতি

Spread the love
বিহারের পর এবার উত্তরপ্রদেশের আরও একটি হোম থেকে উদ্ধার করা হল ২৪টি নাবালিকাকে। গ্রেফতার করা হল এক দম্পতিকে। তারা হোমের ম্যানেজার ছিল। গোরখপুর জিভিশনের দেওরিয়ার ঘটনা। সিবিআইয়ের ইন্সপেকশনের পর বাতিল হয়েছে হোমের লাইসেন্স। ওই হোম থেকে পালিয়ে গিয়ে মেয়েরা পুলিসের কাছে অভিযোগ করেছিল, তাদের চাকরের মতো ব্যবহার করা হত। পুলিশের এসপি রোহন পি কানায় জানান, ওই হোম বন্ধ করার নির্দেশ আসার পর পুলিশ সেখানে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আজ একটি মেয়ে পালিয়ে যাওয়ার পর সবটা সামনে আসে। তদন্তে আরও তথ্য জানা গিয়েছে। নিরাপদে বের করে আনা হয়েছে ২৪টি মেয়েকে।
ওই ইনস্টিটিউশনের ডিররেকটর গিরিজা ত্রিপাঠি ও তারা স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একইভাবে মুজফফরপুরের একটি হোমে নাবালিকা-কিশোরীদের ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরে কর্মচারীদের গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ)-এর পক্ষে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দেওয়া হয়েছে। তারা বলেছে, কংগ্রেস সভাপতি কোনও ব্যক্তিগত আক্রমণ করেননি নীতীশ কুমারকে। শনিবার দিল্লির যন্তর মন্তরে তেজস্বী যাদবের প্রতিবাদ সভায় রাহুল বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতাকে অত্যন্ত সংযত বলে বর্ণনা করেছে জেডি(ইউ)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*