রাস্তায় নেমে আন্দোলন নয় এবার মোদী সরকারকে বিঁধতে কবিতাকেও হাতিয়ার করলেন মমতা, পড়ুন!

Spread the love
এনআরসি সহ মোদী সরকারের বিভিন্ন কাজকে টিপ্পনি কেটে কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘পরিচয়’ শীর্ষক সেই কবিতা টুইটও করেন মুখ্যমন্ত্রী। শ্লেষে ঠাসা গোটা কবিতার পঙক্তিতে পঙক্তিতে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন মমতা। কিন্তু কোথাও একবারও প্রধানমন্ত্রী বা দিল্লির শাসক দলের নাম লেখেননি তিনি।
কবিতার শুরুতেই আক্রমণ শানিয়েছেন জাতীয় নাগরিক পঞ্জিকরণ প্রক্রিয়াকে। অসমের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন। তৃণমূলের সংসদীয় দলও গিয়েছিল শিলচরে। কিন্তু রাজনৈতিক চাপান-উতোরে সারা রাত বিমানবন্দরে থেকেই ফিরে আসতে হয় কাকলি ঘোষ দস্তিদার, ববি হাকিম, সুখেন্দু শেখর রায়দের। কিন্তু এই ইস্যুতে রণংদেহী হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। রাজনাথ সিং-কে জানিয়ে দেন বাংলায় এনআরসি করতে এলে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হবে। ভাষা, ধর্ম, পদবী নিয়ে যেভাবে নাগরিকত্বের হিসেব নেওয়া চলছে তাকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।
শুধু এনআরসি নয়। ফোনের সঙ্গে আধার সংযুক্তিকরণ, পোশাক বিধি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের নানান মন্ত্রীর কথাকেও তুলধোনা করেন মমতা। বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা প্রায়ই অভিযোগ তোলেন, কে কী খাবে তা সরকার ঠিক করে দিতে চাইছে। এই কবিতায় তাও উল্লেখ করেন তিনি। কবিতার শেষে লেখেন, “তুমি শাসক বিরোধী? তবে তুমি দেশ বিরোধী, তোমার জায়গা নেই।”

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*