হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। শেষ বেলার প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা নেত্রীরা। তিন দিনের সফরে গুজরাতে জোর কদমে প্রচার সারলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। নরমে-গরমে তিনি বুঝিয়ে দেন বিনা যুদ্ধে একটুও জমি ছেড়ে দেবেনা কংগ্রেস দল। শনিবারই ছিল সফরের শেষ দিন। জানা গিয়েছে গুজরাতের সব প্রান্তেই এই তিন দিন ভোট প্রার্থনা করেছেন রাহুল। দলের নেতা-নেত্রীদের পাশাপাশি সমান ভাবে কথা বলেছেন সাধারন মানুষের সঙ্গেও। শুক্রবার কংগ্রেস সহ সভাপতি দক্ষিন গুজরাতে তাঁর প্রচার সভা শেষ করেন। বিজেপির খাস তালুকে দাঁড়িয়ে কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেন কংগ্রেসের ব্লু আইড বয় রাহুল গান্ধী। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন প্রশাসন কেন্দ্রের কথামতো চললেও সাধারন মানুষ গুজরাত থেকে বিজেপি কে উৎখাত করবেই।
Be the first to comment