ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। এ বার ঝাড়গ্রামে। সোমবার রাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় একসঙ্গে একাধিক হাতির মৃত্যুর ঘটনা ঘটলেও ঝাড়গ্রাম জেলায় এমন ঘটনা এই প্রথম। রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটার পর থেকে খড়্গপুর টাটানগর শাখায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ডাউন লাইন দিয়ে অতি ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার রাত আড়াইটের পরে ডুমুরিয়ার কাছে লাইন পার হচ্ছিল হাতিগুলি। এই সময় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় দুটি বড় হাতির একটি আপ লাইনের বাঁদিকে ছিটকে যায়। আরেকটি হাতি আপ ও ডাউন লাইনের মাঝখানে পড়ে যায়। বাচ্চা হাতিটিকে এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের চালক কিছুক্ষণের জন্য ট্রেন থামিয়ে দেন। পরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস চলে গেলেও এই লাইনে থমকে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। আসেন বন দফতরের কর্তারাও।
ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলৈচি বলেন, “গত কয়েক দিন ধরে জামবনির কাছে ঘোরাঘুরি করছিল দলমা থেকে আসা ওই তিনটি হাতি। রাতের অন্ধকারে ট্রেন লাইন পেরোতে গিয়েই বিপত্তি বাধে। গত বছর সরডিহার কাছে ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল। কিন্তু এই জেলায় ট্রেনের ধাক্কায় একই সঙ্গে তিনটি হাতির মৃত্যু এই প্রথম।”
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বৈদ্যুতিক তারের খুঁটিও উপড়ে গিয়েছে। দ্রুত লাইন মেরামতি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Be the first to comment