তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার বছর উনিশের এক কিশোরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাল মধ্যপ্রদেশের ছত্তরপুরের একটি আদালত। ১২ বছরের নীচে ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন পাশ হওয়ার পর গত পাঁচ মাসের মধ্যে এটাই অষ্টম বার ফাঁসির সাজা শোনাল মধ্যপ্রদেশের আদালত।
প্রতিবেশী তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে কিশোর তৌহিদ সউকতের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গত ২৪ এপ্রিল শিশুটির মা বাড়ির পাশেই এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় ভিতর থেকে শিশুটির কান্না শুনতে পান। ঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় শিশুটি কেঁদে চলেছে এবং পাশেই রয়েছে তৌহিদ। মহিলার চিৎকারে স্থানীয়েরা ছুটে এসে তৌহিদকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ আধিকারিক এস কে চতুর্বেদী বলেছেন, কিশোরের জামায় রক্ত লেগে ছিল। সেই রক্তের নমুনা পরীক্ষা করে জানা যায় সেটি ওই শিশুটিরই রক্ত। জেরায় নিজের অপরাধ স্বীকারও করে সে।
২৬ দিন ধরে শুনানি চলার পর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নৌরিন নিগম অভিযুক্ত কিশোরকে ফাঁসির সাদা দেন। পাশাপাশি, তাকে দশ বছরের কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। ওই টাকা শিশুটির চিকিৎসার জন্য ব্যয় করার নির্দেশ দিয়েছেন বিচারক।
Be the first to comment