গোটা সৈকত জুড়ে ইতস্তত ছড়িয়ে রয়েছে নীলচে সাদা ফোলা ফোলা জেলি ফিশ। কাছে গেলেই বিষাক্ত শুঁড় ফুটিয়ে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে মানুষজনকে। ফলে তাদের সৈকত থেকে ফের জলে পাঠানোতেও তৈরি হয়েছে বিড়ম্বনা। গত দু’দিন ধরে মুম্বইয়ের বিভিন্ন সমুদ্র সৈকতের ছবিটা এই।
স্থানীয়েরা জানিয়েছেন, ইতিমধ্যেই এই জেলি ফিশের হানায় ১৫০ জন গুরুতর আহত হয়েছেন। আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যেও। কেউ আর সাহস করে সমুদ্রের ধারে যেতে চাইছেন না।
নীলচে সাদা এই জেলিফিশের নাম ব্লু বটল জেলিফিশ (Blue Bottle Jellyfish)। যাকে পর্তুগিজ-ম্যান-অব-ওয়ারও বলা হয়ে থাকে। ভারত মহাসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরই মূলত এদের আস্তানা। এই ধরনের জেলিফিশের থাকে লম্বা শুঁড় বা Tentacles যার মধ্যে বিষ ভর্তি থাকে। কোনওভাবে এই শুঁড় মানুষের শরীরে ঢুকে গেলে সেখানে গভীর ক্ষত তৈরি হয়। বিষের কারণে জ্বালা-যন্ত্রণাও হতে থাকে। অনেকের ক্ষেত্রে গোটা ক্ষতস্থান জুড়ে চুলকানি শুরু হয়।
জুহু বিচের এক দোকানী বলেছেন, ‘‘গোটা বিচটাই জেলি ফিশে ভরে গিয়েছে। ১৫০ জন মানুষ জখম হয়েছেন। আহতদের ক্ষতস্থানে লেবু ঘষে বিষ বার করার চেষ্টা করছি।’’ আগামী কটা দিন সমুদ্রের ধারে ভ্রমণ না করাই শ্রেয় বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment