খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী কওসরকে গ্রেফতার করলো তদন্তকারীরা

Spread the love
এনআইএ-এর হাতে গ্রেফতার খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী বোমা মিজান ওরফে কওসর ৷ মঙ্গলবার বেঙ্গালুরু স্টেশন থেকে কওসরকে গ্রেফতার করে তদন্তকারীরা ৷ এর আগে কওসরের খবর দেওয়ার জন্য ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল ৷
খাগড়াগড় বিস্ফোরণের মূল অভিযুক্ত কওসর ৷ বোমা মিজান নামে পরিচিত ছিল এই অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে খবর, জেএমবি-র উজির পদে কাজ করত এই কওসর ৷ খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে এই জঙ্গিনেতাকে গ্রেফতার করেছে এনআইএ ৷ তাকে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে ৷ কওসরের বাসস্থান থেকে কিছু বিস্ফোরকের নমুনাও সংগ্রহ করে তদন্তকারীরা
সম্প্রতি, এ ভাবেই প্রতারণার শিকার হন কানাড়া ব‍্যাঙ্কের গড়িয়াহাট শাখার বেশ কয়েকজন গ্রাহক। তাঁরা ব‍্যাঙ্কের পাশাপাশি থানায় গিয়েও অভিযোগ জানান। অবশেষে, মঙ্গলবার প্রতারিতরা টাকা ফেরত পেলেন। কর্তৃপক্ষের দাবি, ৪৫ জন গ্রাহককে প্রায় বারো লক্ষ টাকা ফেরত দেওয়া হল। লোপাট হওয়া টাকা ফেরত পেয়ে গ্রাহকরা খুশি। কিন্তু, তাঁদের এটিএম-আতঙ্ক কাটছে না।
এটিএম প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের টাকা ফেরত দিল কানাড়া ব‍্যাঙ্কের গড়িয়াহাট শাখা। টাকা পেয়ে গ্রাহকরা খুশি। কিন্তু, তাঁদের মনে এটিএম-আতঙ্ক।
হঠা‍ৎ একটা এসএমএস। অ‍্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা লোপাট। অনেকে তো বলছেন, আপাতত আর এটিএম কার্ডই ব‍্যবহার করবেন না।
এত গ্রাহক প্রতারিত হওয়ার পরে এখন ব‍্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাস, এটিএমে নজরদারি বাড়ানো হবে।
[8/7, 5:00 PM] Ashis Rojdin: গ্রাহকদের কাছে এটিএম এখন এক আতঙ্ক। ব্লক করে দেওয়ার কার্ডের বদলে অনেকেই আর নতুন ডেবিট কার্ড নিতে আগ্রহী নন। একটাই আশঙ্কা…. ফের যদি প্রতারিত হতে হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*