প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার বছরের শাসনে ভারতের অবস্থা অবস্থা এমন এক ট্রেনের মতো যার চালক অপদার্থ, স্বেচ্ছাচারী, ও উদ্ধত। সে নিশ্চিতভাবেই ট্রেনকে নিয়ে যাচ্ছে দুর্ঘটনার দিকে। মঙ্গলবার এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
আরএসএসের সমালোচনা করে তিনি বলেন, এনডিএ ক্ষমতায় আসার পর থেকেই ওই সংগঠনটি পরিকল্পিতভাবে প্রতিটি প্রতিষ্ঠানের ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের ধ্বংস করছে।
কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে এদিন রাহুল ভাষণ দেন। তাঁর কথায়, গত চার বছরে সরকারের অপদার্থতার জন্য দুর্নীতির মাত্রা উঠেছে চরমে।
২০১৪ সালে ভোটের আগে মোদী বলেছিলেন, স্বাধীনতার পর থেকে গত ৭০ বছর ধরে ভারতকে এক ধীরগতির প্যাসেঞ্জার ট্রেনের মতো মনে হয়েছে। আমার নেতৃত্বে ভারত হয়ে উঠবে ঝকঝকে জাদু ট্রেন, যা রওনা হবে আচ্ছে দিনের দিকে।
রাহুল সেকথা মনে করিয়ে দিয়ে বলেন, দুঃখের কথা হল, চার বছর বাদে মনে হচ্ছে ভারত এমন এক ট্রেন যে নিশ্চিতভাবেই চলছে দুর্ঘটনার দিকে। দেশের মানুষ পরিবর্তন চান। তাঁদের আর জাদু ট্রেনের কথা বলে বোকা বানানো যাবে না।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষ এখন কংগ্রেসকে চায়। আমাদের কাঁধের ওপরে এক বিরাট দায়িত্ব এসে পড়েছে। আমাদের মানুষের সমস্যাগুলো বুঝতে হবে। দারিদ্র, বেকারি ও অসাম্য দূর করার দিকে মন দিতে হবে।
Be the first to comment