প্রয়াত ডিএমকে প্রধান করুণানিধি ৷ চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন করুণানিধি ৷ বয়স হয়েছিল ৯৪ বছর ৷ করুণানিধির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
ট্যুইটে প্রধানমন্ত্রী লিখলেন, ‘করুণনিধির প্রয়াণে শোকাহত ৷ তিনি ছিলেন এ দেশের বর্ষীয়ান রাজনৈতিক নেতা৷ তবে শুধু একজন রাজনীতিক নেতা নয়, দার্শনিক, লেখক এবং একজন ভালো মানুষকে হারালাম ৷ যিনি গরীব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ৷ তৃণমূলস্তরে গিয়ে কাজ করতে তিনি ৷ ’
ট্যুইটে মোদি আরও লেখেন, ‘আঞ্চলিক রাজনীতির প্রতীক হলেন কালাইনার করুণানিধি ৷ যা কিনা জাতীয় রাজনীতিকেও প্রসিদ্ধ করেছেন ৷ তামিলনাড়ুর মানুষদের কাছে তিনি ছিলেন ভগবানের মতো ৷’
মোদি ট্যুইটে জানান, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমার সঙ্গে বহুবার কথা হয়েছিল করুণানিধির সঙ্গে ৷ যখনই সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কথা উঠত, ওর চিন্তাভাবনা আমাকে উদ্ভুত করত ৷’
ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ ট্যুইটে তিবি লেখেন, ‘করুণানিধির প্রয়াণের খবর পেয়ে শোকাহত ৷ কালাইনার নামে জনপ্রিয় এই রাজনৈতিক জীবন ভারতীয় রাজনীতির ইতিহাসে উজ্জ্বল অবদান রেখে গিয়েছেন ৷ তাঁর পরিবার ও লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল ৷ ’
Be the first to comment