ডিএমকে সুপ্রিমোর দেহ কোথায় সমাধিস্থ করা হবে? মৃত্যুর পর চরম রাজনৈতিক বিতর্ক তৈরি হল তামিলনাড়ুতে ৷ তামিলনাড়ু সরকার জানিয়ে দিয়েছে, মেরিনা বিচে সমাধিস্থ করা যাবে না করুণানিধির দেহ৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করছে ডিএমকে ৷
প্রথমে ডিএমকে সুপ্রিমোর দেহ সমাধিস্থ করার কথা ছিল মেরিনা বিচে৷ এই বিচেই সমাধিস্থ করা হয়েছিল এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতাকে ৷ জয়ললিতার সমাধির পাশে করুণানিধির দেহ সমাধিস্থ করা যাবে না বলে ঘোষণা করে দেয় সরকার ৷ এরপরই ডিএমকে সিদ্ধান্ত নেয় গুইন্ডিতে সমাধিস্থ করা হবে করুণানিধির দেহ ৷
জানা গিয়েছে, বুধবার করুণানিধির দেহ রখা হবে গোপালপুরমে তাঁর বাড়িতে ৷ সেখানে দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত দেহ রাখা থাকবে ৷ এরপর রাজাজি হলে প্রিয় নেতাকে শেষ সম্মান জানাবেন মানুষ ৷
Be the first to comment