বিশ্বব্যাঙ্কের ব্যবসা সংক্রান্ত র্যাঙ্কিং নিয়ে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লীর প্রবাসী ভারতীয় কেন্দ্রে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাঙ্কের সিইও ক্রিস্টালিনা জর্জিয়াভা, বানিজ্যমন্ত্রী সুরেশ প্রভু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বানিজ্য সংস্কারের বিষয়ে বক্তব্য চলাকালীন নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন নমো।
বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিং, জিএসটি ও নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমন করেছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। শনিবার তারই পাল্টা দিলেন বিজেপি সুপ্রিমো। এদিন প্রধানমন্ত্রী বলেন যারা একসময় বিশ্বব্যাঙ্কের সঙ্গে কাজ করেছে তারাই আজ ভারতের র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তুলছে। কিছু লোক আছে যাঁরা ১৪২ থেকে ১০০-য় উন্নতির বিষয়টি বুঝতে পারছেন না। পাশাপাশি চক্রান্ত না করে দেশের উন্নতিতে কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান জানান নরেন্দ্র মোদী।
Be the first to comment