দীর্ঘ শুনানির পর মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির শেষকৃত্য হবে মেরিনা বিচেই।
মঙ্গলবার বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুর পর থেকেই চাপানউতোর শুরু হয় করুণানিধির পরিবার এবং তামিলনাড়ুর সরকারের মধ্যে। প্রয়াত নেতার ছেলে স্ট্যালিন, মেয়ে কানিমোঝি-সহ তাঁর পরিবার ইচ্ছে প্রকাশ করে মেরিনা বিচে করুণানিধির রাজনৈতিক গুরু আন্নাদুরাইয়ার পাশেই সমাহিত করা হোক করুণানিধিকে। কিন্তু আইনি জটিলতা দেখিয়ে তা খারিজ করে পালানিস্বামী সরকার। এর পরেই কোর্টে যায় পরিবার।
মঙ্গলবার রাত ১টায় শুনানি শুরু হয় কোর্টে। কিছু ক্ষণ শুনানি চলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। এর পর বুধবার সকালে ফের শুরু হয় শুনানি। শেষমেশ বেলা ১১টায় আদালত রায় দেয় মেরিনা সৈকতেই করা যাবে করুণানিধির শেষকৃত্য।
Be the first to comment