মোটা টাকা নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ফরাক্কা পুলিশ

Spread the love

অবৈধ ভাবে আধার কার্ড তৈরি ও তার বিনিময়ে মোটা টাকা নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ফরাক্কা পুলিশ। বুধবার দুপুরে ফরাক্কার বিডিও দফতরের পাশ থেকে তাদের গ্রেফতার করে ফরাক্কা পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতরা হল নিজামুদ্দিন শেখ ও মহম্মদ ওবাইদুল্লাহ । ধৃত নিজামুদ্দিন শেখের বাড়ি নিউ ফরাক্কা মোড়। পরিবেশ বিজ্ঞান নিয়ে এম এ পাশ করেছে নিজামুদ্দিন। অপর ধৃত মহম্মদ ওবাইদুল্লাহ বিএ পাশ। বাড়ি ফরাক্কার মহাদেবনগর।
আরও জানা গিয়েছে, ধৃত দুই যুবক ফরাক্কা বিডিও দফতরের পাশে একটি দোকান ঘর ভাড়া নিয়ে দাদা ভাই জেরক্সের দোকান খুলে। জেরক্সের আড়ালে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করত। অভিযোগ মেলার পর জাল আধার কার্ড তৈরির তদন্তে নামে ফরাক্কার পুলিশ।
তদন্তে নেমে পুলিশ অভিযোগের সত্যতা মেলায় বুধবার দুপুরে দোকান থেকে নিজামুদ্দিন শেখ ও মহম্মদ ওবাইদুল্লাহকে আটক করে। বাজেয়াপ্ত করা হয় কমপিউটার। আধার কার্ড তৈরির বিভিন্ন কাগজপএ। এপ্রসঙ্গে ফরাক্কার আইসি উদয় শঙ্কর ঘোষ জানান, বেআইনি ভাবে সরকারি অনুমোদন ছাড়ায় আধার কার্ড তৈরি ও তার বিনিময়ে মোটা অঙ্কর টাকা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসা করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু জানান সম্ভব নয়। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তুলবে ফরাক্কা পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*