অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে জঙ্গলমহলে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে তাঁর বক্তৃতায় বলেছেন, কিষেণজিকে নিকেশ করার পর গত সাতবছরে যে শান্তি রয়েছে জঙ্গলমহলে তা আর সহ্য করতে পারছে না একটি শ্রেণি। তাই গত কয়েক মাস ধরে নতুন করে মাওবাদী আতঙ্ক তৈরি করা হচ্ছে বেলপাহাড়িতে। ঝাড়খণ্ডের বাসিন্দাদের ভাইবোনের মতোই মনে করেন তিনি। কিন্তু কোনও রকম সন্ত্রাসবাদ তিনি বরদাস্ত করবেন না। এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা, তাদের সতর্ক করেছেন তিনি। এটা যে পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র তাও জানিয়েছেন মমতা।
ঝাড়গ্রামের সভা থেকে সরাসরি বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, রাজ্যে ভেদাভেদের রাজনীতি তৈরি করছে বিজেপি। গণপিটুনির নামে দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে। এমনকী জঙ্গলমহলেও আদিবাসীদের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। এই এদিন জঙ্গলমহলে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেন তিনি। ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করার পাশাপাশি ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আরও অলচিকি স্কুল তৈরির কথা ঘোষণা করেছেন তিনি।
Be the first to comment