সেলফি-মৃত্যুর শিকার হওয়া যুবকের দেহের খোঁজ মিলল বৃহস্পতিবার। গত মাসের ২৬ তারিখে দক্ষিণ কন্নড়ের চিকমাগালুরু এলাকার দুর্ঘটনায় ভদ্র নদীতে পড়ে ভেসে গিয়েছিলেন যুবক।
পুলিশ জানিয়েছে, ২৬ বছরের কিরণ কোটিয়ান, পেশায় ইঞ্জিনিয়ার, ভদ্র নদীর ধারে একটি বড় পাথরে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন গত মাসের ২৬ তারিখে। টাল সামলাতে না পেরে হঠাৎই জলে পড়ে যান তিনি। নদীর স্রোতে ভেসে যান মুহূর্তে।
বৃহস্পতিবার, ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে কালাসা এলাকায় স্থানীয় মৎস্যজীবীরা জলে একটি দেহ খুঁজে পান। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে কিরণের দেহ শনাক্ত ও উদ্ধার করে। জানা গিয়েছে, ১২ জন বন্ধু মিলে চিকমাগালুরু ঘুরতে গিয়েছিলেন কিরণ। সেখানেই ঘটে বিপত্তি।
স্থানীয় সূত্রের খবর, বর্ষায় ভিজে পিছল হয়েছিল নদীর ধারের পাথরগুলি। কিরণ পা ফস্কে পড়ে যেতেই তল্লাশি শুরু হয় নদীতে। আসে পুলিশের উদ্ধারকারী দল, হাত লাগান স্থানীয়েরাও। কিন্তু কিছুই মেলেনি।
Be the first to comment