স্বাধীনতা দিবস এসে গিয়েছে প্রায়। দেশ জুড়ে শক্ত হয়েছে নিরাপত্তার বাঁধন। তার মধ্যেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকা থেকে উদ্ধার হল একাধিক একে ৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড-সহ আরও নানা আগ্নেয়াস্ত্র। ঘটনায় চাপ বেড়েছে ভারতীয় সেনাবাহিনীর উপর।
সূত্রের খবর, পুঞ্চ জেলার মান্ডি তেহশিল এলাকায় সেনার রুটিন চেক আপ চলছিল শুক্রবার সকালে। তখনই উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। এখনও পর্যন্ত ১৪টি হ্যান্ড গ্রেনেড ও চারটি একে ৪৭ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সেনা। এছাড়াও আছে একটি ৯ এমএম পিস্তল, একটি একে ৫৬, একটি রিভলভার, বেশ কিছু কার্তুজ ও অপরিচিত আগ্নেয়াস্ত্র।
যদিও জম্মু ও কাশ্মীরে এভাবে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবু স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমনটা ঘটায় অস্বস্তি একটু বেড়েছে। ক’দিন আগেই এক জন জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে অস্ত্র-সহ।
Be the first to comment