রাজকোটে টিম ইন্ডিয়া ভেবেছিলো শনিবারের ম্যাচ জিতেই সিরিজ জিতে নেবে, কিন্তু সে ভাবনা সম্পূর্ণ যে ভুল তা প্রমাণ করে দিলো আইসিসি র্যাঙ্ক অনুযায়ী বিশ্বের ১নং টিম নিউজিল্যান্ড। শনিবার রাজকোটে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই তারা আক্রমণাত্মক ব্যাট করতে থাকে। ওপেনার গুপ্তিল ও মুনরো দুজনের বিধ্বংসি মেজাজে ব্যাট করতে থাকেন। প্রথম ম্যাচ খেলতে নামা মহম্মদ সিরাজের প্রতি তারা বেশি নির্দয় ছিলেন। ২০ ওভার শেষে নিউজিল্যান্ড মাত্র দু উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে।
পরে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনারদের উইকেট হারায়। গত ম্যাচে ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা যে বিধ্বংসি ব্যাট করে ভারতকে জিতিয়েছিলেন, এদিন শুরুতেই বোল্ট এই দু’জনকে ফিরিয়ে দেন। এর পর দ্বিতীয় ম্যাচ খেলতে নাম শ্রেয়স আইয়ার ও অধিনায়ক বিরাট কোহলি একটু শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল ভারত বুঝি পাল্টা আক্রমণ করবে। কিন্তু শ্রেয়স (২৩) এবং তারপরেই হার্দিক পান্ডিয়া আউট হয়ে যেতেই অধিনায়ক কোহলির (৬৫) একার লড়াই ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করতে পারেনি। ধোনিও ৪৯ রান করেন। তবে আগের মতো ধোনির সেই আক্রমানাত্মক ব্যাটিং আর দেখতে পাওয়া গেলো না। ভারত ৭ উইকেটে ১৫৬ রানে আটকে গেলো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কলিন মুনরো। সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার ত্রিবান্দমে।
Be the first to comment