মহানগরে অমিত শাহর সভা নিয়ে ঘন ঘন পট পরিবর্তন ৷ তার মাঝেই বিজেপি সভাপতি অমিত শাহের সভার দিনেই রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দিল তৃণমূল ৷ মূলত অসমে নাগরিকপঞ্জির বিরোধীতায় এই ধিক্কার দিবস ৷ এছাড়া শিলচরে তৃণমূল সাংসদ-বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদেও এই কর্মসূচির ডাক রাজ্যের শাসক দলের ৷ রবিবার কলকাতাতে একই ইস্যুতে ধিক্কার সভা করবে তৃণমূল ৷
পাখির চোখ ২০১৯ ৷ জনতার মন জিততে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ গেরুয়া ঝড় তুলতে হাইকম্যান্ডের নজর এখন বাংলায় ৷ সেই লক্ষ্যেই আগামিকাল অর্থাৎ শনিবার ১১ অগাস্টই রাজ্যে আসছেন অমিত শাহ ৷ কলকাতার মেয়ো রোডে সভায় যোগ দেবেন তিনি ৷ সেই সভার ঘিরে সাজ সাজ রব গেরুয়া শিবিরে ৷ তারই মাঝে জোড়াফুল শিবির থেকে উঠল ধিক্কার দিবসের হুঙ্কার ৷
[8/10, 4:38 PM] Ashis Rojdin: এদিন তৃণমূল ভবন থেকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, এনআরসি-র বিরোধিতায় শনিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ কলকাতা সহ গোটা রাজ্যেই কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে কালো পতাকা নিয়ে ধিক্কার জানাবে তৃণমূল ৷ তিনি বলেন, ‘অসমে রাজনৈতিক উদ্দেশ্যে নাম বাদ ৷ নাগরিকপঞ্জি থেকে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে বাঙালিদের ৷ রবিবার কলকাতায় ধিক্কারসভা পালন ৷’
অমিত শাহের কলকাতা সফরের একদিন আগে তৃণমূলের এমন কর্মসূচির ডাকে শনিবার শহর সাজবে কোন রাজনীতির রঙে, তা দেখার অপেক্ষায় কলকাতা ৷
Be the first to comment