এটিএমে কার্ড জালিয়াতি রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্কগুলো। বিভিন্ন এটিএমে বসানো হচ্ছে অ্যান্টি-স্কিমিং ডিভাইস। কদিন আগেই গোলপার্কের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ঘটেছিল জালিয়াতির ঘটনা। বিশেষ স্কিমিং যন্ত্র লাগিয়ে, দুষ্কৃতীরা জেনে গিয়েছিল ওই এটিএম ব্যবহার করা গ্রাহকদের ডেবিট কার্ডের তথ্য ও পিন।
জানা গিয়েছিল এইভাবে প্রতারিত হয়েছেন বহু মানুষ। মোট জালিয়াতির অঙ্ক ছিল প্রায় ২০ লক্ষ টাকা। সেইসময় জানা গিয়েছিল শহরের অনেক প্রহরাবিহীন এটিএমেই রাতে অন্ধকারে এমন যন্ত্র লাগাচ্ছে প্রতারকরা। তারপর কার্ডের তথ্য ও পিন হাতিয়ে টাকা তুলে নিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
স্বভাবতই এই ঘটনায় ভয় পেয়ে যান সাধারণ মানুষ। এবার পুজোর বাজার করার সময় যাতে তাঁরা এটিএম থেকে টাকা তুলতে ইতস্তত না করেন, সেইজন্যই এই নতুন ব্যবস্থা নিচ্ছে দেশের নামি ব্যাঙ্কগুলো। সূত্রের খবর পুজোর আগেই রাজ্যের প্রায় ১১ হাজার ৫০০ এটিএমে এই নতুন সুরক্ষা ব্যবস্থার কাজ শেষ হয়ে যাবে।
রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই দেশের সব ব্যাঙ্কগুলোকে সাইবার সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছে। তার মধ্যে আছে এটিএমগুলোতে অ্যান্টি স্কিমিং যন্ত্র বসানোর কথাও।
ব্যাঙ্কিং সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, নতুন তৈরি এটিএম মেশিনে এই ব্যবস্থা এমনিতে থাকলেও, নেই পুরনো মেশিনগুলোতে।
স্টেট ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক অবশ্য জানাচ্ছেন এই শহরে তাঁদের ৯০ শতাংশ এটিএমেই আছে বিশেষ এই ব্যবস্থা। বাকিগুলোতে খুব শীঘ্রই এই কাজ শেষ হয়ে যাবে।
Be the first to comment