বিহারের গয়ায় চারজন নকশালপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে অশোক মেহতা, যে বিহারের ইমামগঞ্জ, গেরুয়ায় ও রাজস্থানে নানারকম নকশালবাদী কাজকর্মে জড়িত ছিল।পাশাপাশি টাকা পাচারের অভিযোগে মাওবাদী নেতা সন্দীপ যাদব ওরফে বিজয় যাদব ওরফে রূপেশের ৩০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সন্দীপ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা। গয়ার লাটুয়ায় তার বাড়ি। পলাতক এই নেতার নামে ১০০টি কেস রয়েছে নানা থানায়। বিহার চাড়াো ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়েও তার নামে অভিযোগ রয়েছে। ইডি জানাচ্ছে, ঔরঙ্গাবাদ জেলায় তার একটি জমি ও একটি দোতলা বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তি তার স্ত্রী রজন্তী দেবীর নামে।
Be the first to comment