দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেয়ো রোডে রাজ্য বিজেপি’র যুব মোর্চার সমাবেশ থেকে দিলীপবাবু বলেন, “যেখানে আগে রবীন্দ্র সঙ্গীত শোনা যেত, এখন সেখানে বোমার আওয়াজ শোনা যায়। জামাত, সিমি, আলকায়দা জঙ্গিরা ঢুকছে বাংলায়। আর বিহার থেকে অস্ত্র এনে এখানে কারখানা তৈরি হচ্ছে। শিল্প নেই। কিন্তু জেলায়-জেলায় অস্ত্র কারখানা। সারা দেশে জঙ্গিরা ছড়িয়ে পড়ছে বাংলা থেকে।”
জোড়াফুল শিবিরের বিরুদ্ধে পদ্ম শিবিরের এই নেতা এ দিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে গণতন্ত্রের শবসাধনা করছেন। উনি বলে বেড়াচ্ছেন ভারতবর্ষে নাকি সুপার ইমার্জেন্সি চলছে। গ্রামে গেলে বোঝা যায়। রোজ আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে। পঞ্চায়েতে কেমন ভোট হয়েছে সারা দেশ দেখেছে। ৭০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা যদি ইমার্জেন্সি না হয় তাহলে কোনটা ইমার্জেন্সি?”
শিক্ষা ক্ষেত্রে অরাজকতা, শিশু পাচার সহ একাধিক ইস্যুতে নবান্নের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান খড়্গপুরের বিধায়ক। তাঁর কথায়, “২০ হাজারের বেশি আসনে পঞ্চায়েতে ভোট হয়নি। তা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। গ্রামের মানুষ ভোট দিতে পারেন না। সারা দেশে কোথাও ভোটে রিগিং হয় না। এক ফোঁটা রক্ত ঝরে না। কিন্তু এ রাজ্য!”
Be the first to comment