অমিত শাহকে এনআরসি খোঁচা বিরোধীদের

Spread the love

অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বলেছে, এই অভিযোগ প্রমাণ করুন, নয়তো পদত্যাগ করুন। অন্যদিকে, এদিনই কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, প্রথমে কেন্দ্র বলেছিল দেশে কমপক্ষে চার কোটি অবৈধ শরণার্থী আছে। অথচ খসড়া তালিকা হল মাত্র ৪০ লক্ষের। একদিকে অবৈধ বলা হচ্ছে। আরেকদিকে তাঁদের ভোটাধিকার রেখে দিচ্ছে কেন্দ্র। যদি সত্যিই কেন্দ্র দেশকে অবৈধ শরণার্থীমুক্ত করতে চাইত, তাহলে আগে বাংলাদেশের সঙ্গে অবৈধ শরণার্থী ফেরত চুক্তি সম্পন্ন করত। লোকসভা ভোটের আগে বাজার গরম করতেই এই খসড়া নাগরিকপঞ্জি তৈরি করেছ কেন্দ্র।

অমিত শাহ বাংলাকে বোঝেন না। বাংলার সংস্কৃতি জানেন না। তিনি মিথ্যা কথা বলে বাংলাকে অপমান করেছেন।” অমিত শাহকে ক্ষমা চাইতে বলল তৃণমূল। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার অমিত শাহর মেয়ো রোডের সভার পর তৃণমূলের ডেরেক ও ব্রায়েন বলেন, বিজেপির সভা ফ্লপ। সভা ফ্লপ হওয়ার পর বিজেপি অজুহাত খুঁজছে। বলছে, তাদের সমাবেশ শাসক দল চাপ দিয়ে ব্ল্যাক আউট করেছে। অথচ কোথাও কোনও ব্ল্যাক আউট করা হয়নি। সবাই সভা সম্প্রচার করেছে। মিডিয়াকে অপমান করছে বিজেপি। ব্ল্যাক আউট আর ব্ল্যাকমেল করা বিজেপির কাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*