আজ ভারতের মহিলা হকি দল জাপানের কাকামিগাহারা কাওয়াসাকি স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালে চিন কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পরে দুই দলের ১-১ অবস্থায় ছিলো। খেলা সাডেন ডেথে গড়ায়, টানটান উত্তেজনার লড়াইয়ে ভারত চিনকে ৫-৪ গোলে হারিয়ে দেয়। এবং দ্বিতীয় বার এই খেতাব অর্জন করে। এর আগে ২০০৪ সালে নিউ দিল্লীতে ভারত জাপানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল। এশিয়া কাপ চ্যাম্পিয়ান হওয়ায় ভারতের মেয়ে দল আগামী বছর সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো। এই টুর্নামেন্টে ভারত অপরাজিত দল হয়ে কাপ দখল করলো।
উল্লেখ্য যে, ভারতের পুরুষ হকি দল গত মাসে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে মালয়েশিয়াওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেই জয়ই রানি রামপাল এর নেতৃত্বাধীন ভারতীয় দলকে ভীষন ভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল। কোয়ার্টার ফাইনালে কাজাঘাস্তানকে এবং সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ান জাপানকে হারিয়ে ফাইনালে ওঠে।
দক্ষিন কোরিয়া জাপানকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে।
Be the first to comment