অবশেষে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস

Spread the love
দীর্ঘদিনের টানাপড়েনের পর অবশেষে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। সোমবার ইনফোসিসের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। বাংলায় সফটওয়্যাল ডেভেলপমেন্ট সেন্টার খলার জন্য প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা।
সূত্রের খবর, কলকাতায় খুব শীঘ্রই ক্যাম্পাস গড়বে তারা। সে জন্য রাজ্য সরকারের তরফে এই বহুজাতিক সংস্থাকে ৫০ একর জমি দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ৫২৫,০০০  বর্গফুট জায়গা নিয়ে ক্যাম্পাস তৈরি করা হবে। তাতে প্রায় হাজারেরও বেশি কর্মসংস্থান হবে বলে জানিয়েছে ইনফোসিস।
রাজ্যে ইনিফোসিসের বিনিয়োগে দীর্ঘদিন ধরেই নানা টালবাহানা চলছে। ২০০৮ সালে রাজ্যে ৫০০ কোটি বিনিয়োগ করতে আগ্রহী ছিল এই তথ্যপ্রযুক্তি সংস্থা। তাতে প্রায়  ৫০০০ কর্মসংস্থান হত। কিন্তু নানা কারণে সেটা আটকে যায়। স্পেশ্যাল ইকনোমিক জোন (সেজ)-এর তকমা না পেলে রাজ্যে বিনিয়োগ করবে না বলে ঘোষণা করে ইনফোসিস। রাজ্য সরকারও ইনফোসিসকে সেজের তকমা দিতে রাজি ছিল না। এখন সেই সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*